চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে প্রশাসন। তালিকা প্রকাশের পর গা-ঝাড়া দিয়ে উঠেছেন বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। দিচ্ছেন আবাসন সংকট নিরসনসহ নানা প্রতিশ্রুতি। তবে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছেন কেউ কেউ। ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র দেওয়া শুরু করে নির্বাচন কমিশন। শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র নেন বিভিন্ন সংগঠনের ১০৮৮ জন। এর মধ্যে থেকে ৪২৯ প্রার্থী মমোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রার্থী তালিকা প্রকাশের পর ক্রমশ বদলে যাচ্ছে নির্বাচনি পরিবেশ। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনে সংখ্যা বৃদ্ধিসহ নানা প্রতিশ্রুতি দিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন প্রার্থীরা। সন্তোষ প্রকাশ...