শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি সোমবার বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান এবং গত ৪ আগস্টের আন্দোলনে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী বিশালের বাবা-মা, মজিদুল সরকার ও বুলবুলি খাতুন।...