চট্টগ্রামের একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ‘পুলিশ দেখে’ পালাতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন স্থানীয় লোকজনের ভাষ্য। সোমবার বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ইটভাটা সংলগ্ন ডেবা থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। মাসুদ রানা (৩৫) নামে সেই যুবকের বাড়ি হালিশহর ২ নম্বর সাইট এলাকাতেই। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. মাঈনুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল খবর পেয়ে ডুবুরি দল ডোবা থেকে লাশ করে। যুবকটি প্রায় ২০ ফুটের মত পানির নিচে তলিয়ে গিয়েছিলেন। স্থানীয় লোকজন বলছেন, রোববার বিকালে ডোবার পাড়ে বসে কয়েকজন তাস খেলছিলেন। সেসময় পুলিশ দেখে সাত-আটজন পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন মাসুদ রানাও লাফ দেন এবং তলিয়ে যান। তবে বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “সকালে...