মানসিক ভারসাম্যহীন মৃত সাহেরা খাতুন (৭২) নিজেই গলায় বটি দিয়েআত্মহত্যা করেছেন বলে ওই এলাকার প্রতিবেশী নুরনাহার বেগম, ভাড়াটিয়াববিতা বেগম, মহিউল ইসলাম, আব্দুল হানিফ, মাজেদা, সুফিয়া খাতুন ওজোবেদাসহ উৎসুক অনেক দর্শনার্থীরা ইত্তেফাককে জানিয়েছে। ওই বাড়িতে মৃত সাহেরা বেগমের দুই ছেলে, ছেলের বউ, ২ নাতি এবং ২ নাতনিনিয়ে বসবাস করছিলেন। ছেলে শাহিন আলম ও সাখাওয়াত হোসেন বাবলু জানায়, প্রায় চার বছর আগে তাদের মা সাহেরা বেগম স্ট্রোক করেছিল। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠে। ইতিপূর্বে তাদের মা কয়েকবার বাড়ি সংলগ্ন কেসি রোডে উঠে আত্মহত্যার চেষ্টাও করেছিল বলে জানায় তারা। মৃতার একমাত্র মেয়ে রোকেয়া বেগম জানান, আমার মা মানসিক ভারসাম্যহীনহওয়ায় সে নিজে নিজেই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার ভাই, ভাই বউকিংবা কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। মৃত নারীর ছোট ছেলে শাহিন...