যশোরে কাজের কথা আছে বলে এক কোম্পানির ডিপো ইনচার্যকে অফিসে ডেকে ধর্ষণ অতঃপর ভিডিও করার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।রোববার রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযুক্ত সোহেল যশোর সদরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। এদিকে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত শুক্রবার সকালে ডেকে নিয়ে ডিপো ইনচার্জকে ধর্ষণের পর বেধড়ক মারপিট করে ছবি ও ভিডিও ধারণ করেছিল সোহেল। এসব বিষয়ে জানাজানি করলে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। থানায় মামলা দায়েরের পর গা-ঢাকা দিয়েছেন সেই ধর্ষক সোহেল। ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ৪-৫ মাস আগে সোহেল তাদের কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই সোহেলের সঙ্গে তার পরিচয় হয়। তাদের পণ্য ছিল বিভিন্ন পশু-পাখির খাবার ও ওষুধ। সোহেল যশোর সদরের স্টেডিয়ামপাড়ায় তার বাড়ির পাশে একটি ডিলার অফিস নেন। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে...