২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ২৫/৩০ টি দোকানে বাকী খেয়ে এলাকায় ফিরে আসা পলাতক যুবকের বিরুদ্ধে ফুসেঁ উঠেছে পাওনাদার ব্যবসায়ীরা। ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলার পালিশারা বাজারে প্রবাস ফেরত মো. ইয়াছিনের বিরুদ্ধে হয়রানি, প্রতারণা, জালিয়াতি, মাতলামি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। ব্যবসায়ীদের অভিযোগ, গত এক দশকেরও বেশি সময় ধরে ইয়াছিন বাজারের অন্তত ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা বাকিতে নিয়ে ফেরত দিচ্ছেন না। পাওনা টাকা দাবি করলে তিনি গালিগালাজ করেন, শারীরিক হামলার চেষ্টা করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর...