ফিলিস্তিন-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে সোমবার একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বসছেন বিশ্বনেতারা। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগানোর লক্ষ্য রয়েছে। তবে সম্মেলন শুরুর আগেই এর বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন এই সম্মেলনকে “একটি সার্কাস” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ধরনের বৈঠক চলমান সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখবে না, বরং সন্ত্রাসবাদের পক্ষেই পুরস্কার হিসেবে কাজ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মেলনটি বয়কট করছে বলেও জানান তিনি।ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের প্রতিক্রিয়ায় তারা অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের কথাও ভাবা হচ্ছে।মার্কিন প্রশাসনও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের মতে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মতো গুরুতর...