পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি নেতা ওসমান গণি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। রোবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় একটি গ্রামভিত্তিক নির্বাচনী সভায় তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ওসমান গণি আগে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। যোগদানের সময় তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছি। জিয়াউর রহমানের আমল থেকে দলের সঙ্গে যুক্ত ছিলাম। একসময় দলের কাছে সহায়তা চাইলেও কোনো সমাধান পাইনি। তখন থেকেই দলের প্রতি অনীহা জন্মে। কিছুদিন ধরে ভাবছিলাম ইসলামি আদর্শের রাজনীতি করব। তাই আজ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।” টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমান বলেন, “ওসমান গণি আমাদের দায়িত্বশীলদের...