২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম দেশের উদীয়মান শিল্পগোষ্ঠী টিম গ্রুপ প্রস্তুত তৈরি পোশাক (আরএমজি) খাতে সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ান-এ আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ এ স্বীকৃতি প্রদান করে। টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল্লাহ হিল নাকিব পুরস্কার গ্রহণ করেন। এ সময় টিম ফার্মাসিউটিক্যালসের সিওও এম.এ. মনসুর এবং টুয়েলভ ক্লোদিংয়ের সিওও মো. মতিউর রহমানসহ গ্রুপের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০০৯ সালে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং দিয়ে যাত্রা শুরু করে টিম গ্রুপ। পরবর্তীতে প্রতিষ্ঠানটি অ্যাপারেল মার্চেন্ডাইজিং সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে। টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত আবদুল্লাহিল রাকিব দেশের ফ্যাশন খাতে উদ্ভাবনী উদ্যোগ হিসেবে লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লোথিং প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল...