বাংলাদেশে সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা কেনাবেচার বাজার (সেকেন্ডারি মার্কেট) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুত এই ধরনের বাজার স্থাপন সম্ভব, যা দেশের সামগ্রিক আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে। সোমবার রাজধানীর উত্তরায় বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বর্তমানে সঞ্চয়পত্র আংশিকভাবে বাজারের সঙ্গে যুক্ত হলেও এটিকে পুরোপুরি লেনদেনযোগ্য করতে হবে। এতে গ্রাহকরা উপকৃত হবেন, পাশাপাশি একটি শক্তিশালী সেকেন্ডারি মার্কেট গড়ে উঠবে এবং বাজারে তারল্য বাড়বে। একইভাবে বেসরকারি বন্ডকেও লেনদেনযোগ্য করার পরামর্শ দেন তিনি। সঠিক কাঠামো নিশ্চিত করা গেলে রাতারাতি বন্ড মার্কেট দ্বিগুণ হতে পারে বলেও মন্তব্য করেন গভর্নর। বন্ড বাজারে দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হিসেবে সরকারি পেনশন, করপোরেট পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ও বেনেভোলেন্ট ফান্ডকে...