দক্ষিণ আফ্রিকার সমর্থকদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া কুইন্টন ডি কক ফিরেছেন জাতীয় দলে। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার সাদা বলের উভয় ফরম্যাটে খেলবেন।ডি কক ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য সামনে রেখেই তারকা এই ক্রিকেটারের প্রত্যাবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে প্রোটিয়ারা।এদিকে, পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারছেন না টেম্বা বাভুমা। তার পরিবর্তে আসন্ন সিরিজের দলকে নেতৃত্ব দেবেন মার্করাম। ওয়ানডে দলের নেতৃত্বে আছেন ম্যাথু ব্রিটজকে। আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর...