নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে কোনও আলোচনা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনও প্রস্তাব করেনি। ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নেয়া দু’টি দল এ তথ্য জানিয়েছে। তবে তারা বলছেন, বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও উচ্চকক্ষে পিআরের পক্ষে কমিশন। তাই জামায়াতে ইসলামীসহ ৭ দলের নিম্নকক্ষে পিআরের দাবি এবং আন্দোলনকে নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষে পিআর নিয়ে কেউ কেউ আলোচনা করেছেন, আমরা এই আলোচনার মধ্যে নেই, কারণ আমরা দ্বি-কক্ষেরই বিরুদ্ধে। নিম্নকক্ষে পিআরের বিষয়টি আলোচনায় আনেনি সংস্কার কমিশন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিম্নকক্ষে পিআরের জন্য আমাদের জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত না। মনস্তাত্ত্বিকভাবেও আমাদের কোনও...