একসময় বার্সেলোনায় মেসির উত্তরসূরি হিসেবে দেখা হতো আনসু ফাতিকে। তার প্রতিভা দেখে চার বছর ১ বিলিয়ন ইউরোর বাই–আউট ক্লজ যুক্ত করেছিল এই লেফট উইঙ্গারকে। কিন্তু চোটে ভুগে ভুগে ধীরে ধীরে হারিয়েছিলেন মূল একাদশের জায়গা। গতবছর মাত্র ১১টি ম্যাচ খেলার সুযোগ পান বার্সেলোনা, গোল করতে পারেননি। তাই ধারে তাকে ফ্রেঞ্চ লিগের দল মোনাকোতে পাঠায় বার্সা। আর সেখানে অভিষেকেই যেন নতুন করে জন্ম নিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ব্রুজের বিপক্ষে গোল করার পর এবার লিগ–১ অভিষেকেই মেটজের বিপক্ষে ঝলক দেখালেন তিনি। মাত্র ৩৮ সেকেন্ডে গোল, যা ২০১৪ সালের পর লিগ–১–এ দ্রুততম অভিষেক গোল। পরবর্তীতে আরও একটি গোল করে জোড়া পূর্ণ করেন এবং মোনাকোকে ৫–২ ব্যবধানে দারুণ জয় এনে দেন। ফলে গত তিন ম্যাচে করলেন তিনটি গোল—ক্যারিয়ারের স্থবির সময়ে ৬৭৯ দিনের গোল...