নিজস্ব প্রতিবেদক : ড. আহসান এইচ মনসুর সম্প্রতি জানিয়েছেন যে ব্যাংক খাতের আর্থিক দুরবস্থা ও স্বচ্ছতার অভাব দিন পলকে বেড়ে উঠছে। পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আর্থিক খাতে সবচেয়ে বেশি তথ্য লুকানো হচ্ছে” – যেখানে খেলাপি ঋণের পরিমাণ প্রকৃতপক্ষে অনেক বেশি, ব্যাংকগুলোর রিপোর্ট করা মাত্রার তুলনায়। আর্থিক তথ্য‑দুর্নীতি, আমানতের অর্থ অনিয়মে ব্যবহৃত হওয়া এবং খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে অব্যবস্থা থাকায় আর্থিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব পড়ছে। একই সঙ্গে গভর্নর বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বর্তমান নীতি ও উদ্যোগগুলি প্রয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং বাজারের তত্ত্বাবধান বাড়াতে হবে যাতে খাদ্যপণ্যের দাম ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ নিয়ন্ত্রণে আসতে পারে। তারওপর, তিনি বলছেন, মাত্র বেশ কয়েকটি ব্যাংক & আর্থিক সংস্থা মুনাফে দেখাচ্ছে বলেই ভাল...