রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগনেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ও ১নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)। মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেইলি রোড...