ভোলার তজুমদ্দিনে উপজেলায় বজ্রপাতে আবু তাহের মাঝি (৪১) এবং সাপের কামড়ে অলিউল্লাহ পাটোয়ারি (৬০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান দু’জনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। বজ্রপাতে মারা যাওয়া আবু তাহের উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে এবং সাপের কামড়ে মারা যাওয়া অলিউল্লাহ একই গ্রামের মৃত আব্দুল আলী গনি মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আবু তাহের তিনজন মাঝিমাল্লা নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। ভোররাতে ট্রলারে বজ্রপাত হয়৷ এসময় তিনি মারা যান এবং অপর দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁরা বর্তমানে সুস্থ আছে। এছাড়াও গেল রোববার সন্ধ্যায় নিজের কলা বাগানে গিয়ে বিষধর...