সম্প্রতি সংগীত ও অভিনয় জীবনের অবসরের ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা বিভিন্ন ব্যাখ্যা ও সমালোচনায় মেতেছেন। এবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেতা রওনক হাসান। তিনি মনে করছেন, এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তাহসানের ঘোষণার বিস্তারিত উপলব্দি না করেই বিষয়টি আলোচনায় নিয়ে আসা হয়েছে। রওনক লেখেন, ‘তাহসান যখন অবসরের ঘোষণা দেন, তখন উপস্থিত দর্শকরা সমস্বরে ‘নোওওওও’ বলে প্রতিক্রিয়া জানান। সেই সময় তাহসান হাসতে হাসতে, দুষ্টুমি করে বডি ল্যাংগুয়েজসহ বক্তব্যটি দিয়েছেন। তার এক্সপ্রেশন মোটেই সিরিয়াস ছিল না। কিন্তু এখন পত্রিকা ও অনলাইন পোর্টালগুলো সেই লাইন কোট করে কার্ড বানাচ্ছে, পোস্ট দিচ্ছে, ফলে বিষয়টি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে।’ রওনক আরও বলেন, ‘সামনাসামনি বলা কথার সঙ্গে ব্যক্তির অভিব্যক্তি ও...