পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এই হামলা চালানো হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে ৮টি বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই হামলার অভিযোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখা বলছে, ‘খাইবার প্রদেশের তিরাপ উপত্যকায় হামলায় স্থানীয় বাসিন্দাদের ওপর বেশ কিছু বোমা পড়েছে। স্থানীয় নাগরিকদের পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে শিশু ও নারী রয়েছে। এই দুঃখ ও কষ্ট প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নেই। কখনো ড্রোন, আবার কখনো বোমা হামলা–এত বেশি ঘৃণার বীজ...