নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রশিক্ষণ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজিব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেটকার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখাচ্ছিল। ওই প্রশিক্ষণ গাড়ির হেলপার রাজিব সোমবার সকালে প্রাইভেটকারটি পরিষ্কার করে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে যান। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে...