ক্রিকেটে আবেগই মূল শক্তি। তবে অনেক সময় সেই আবেগ ‘স্পিরিট অব দ্য গেম’ ভেঙে বিতর্ক তৈরি করে।কখনও বন্দুক তাক করার ভঙ্গি, কখনও বা দর্শকদের দিকে অশ্লীল ইশারা—বড় বড় তারকাদের ক্যারিয়ারেও রয়ে গেছে এসব কালো অধ্যায়। এশিয়া কাপ ২০২৫–এ সাহিবজাদা ফারহানের বন্দুক-ভঙ্গি সেই বিতর্ককে আবারও সামনে এনেছে। ভারতের বিপক্ষে ছক্কা হাঁকানোর পর ব্যাটকে মেশিনগানের মতো বানিয়ে গুলি চালানোর ভঙ্গি করেন ফারহান। উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে এ ভঙ্গি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এখনও আইসিসি শাস্তি ঘোষণা না করলেও পূর্বের নজিরে এ ধরনের আচরণের জন্য জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পাওয়া অস্বাভাবিক নয়। অশোভন স্লেজিংয়ে ক্ষুব্ধ হয়ে গ্যালারির দিকে মধ্যমা তোলেন কোহলি। এজন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয় তার। এ ঘটনাই তার ‘ফায়ারব্র্যান্ড’ ইমেজের সূচনা করে। স্টিভ স্মিথকে আউট করার পর কাঁধে ধাক্কা...