মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন বলে আজ সোমবার নিশ্চিত করেছেন বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই জাকির হোসেন। এ মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন...