গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও এডিস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় একাধিক ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ডেঙ্গু জ্বর ও এডিস মশা সংক্রান্ত ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং, লিফলেট বিতরণ ও মশা প্রতিরোধে ফগার যন্ত্রে ওষধ স্প্রে করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন, গজারিয়া উপজেলা প্রশাসক ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারী মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্হ্য বিভাগের দায়িত্বশীলদের কপালে। গজারিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সোলাইমান সুজন জানালেন, ডেঙ্গু...