বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি ও সরকারের দুর্নীতির অভিযোগে গতকাল রোববার ম্যানিলার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু স্থাপনা ভাঙচুরেরও ঘটনা ঘটে। এএফপি বলছে, রোববার ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এদিকে বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে শনিবার রাত থেকেই ম্যানিলার রাস্তায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যদেরও মোতায়েন করা হয়। তারপরও বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর...