২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম সাতক্ষীরার শেখ হাসিনা আমলের ৪৮ কোটি টাকার ক্ষতিপূরণের বকেয়া টাকা পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন জমির মালিকেরা। তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের ক্ষতিপূরণের এই বকেয়া টাকা দ্রুত পেতে চান পাওনাদাররা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টানা ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম চালু ছিল। এ সময়ে এক হাজার ৫৬২ একর জমিতে জোয়ার-ভাটা চলার কারণে কৃষিজমিতে কোনো ফসল উৎপাদন সম্ভব হয়নি।...