বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সহযোগিতা করে স্বৈরাচারী হয়ে ওঠার পথ সুগম করেছে জামায়াত ইসলামি ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেইমান। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন (চরমোনাই পীর) নয়, তারা হলো বণ্ড। সোমবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, ‘৮৫ সালে ও ৯৬ সালে জামায়াত ইসলামি কেবল আমাদের সঙ্গে বেইমানি করেনি, তারা পুরো জাতির সঙ্গে বেইমানি করেছে। ইসলামী আন্দোলন পীর নয়, তারা হলো বণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন ও ২৪ নির্বাচনে তারা আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য হাতপাখা কাজ করেছে।’...