আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের মৌখিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ চলছে আরও ৫০টির মতো আসনে। পাশাপাশি, সমমনা রাজনৈতিক দল ও জোটের জন্য নির্ধারিত আসনগুলো বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে তৃণমূলের মতামত এবং একাধিক জরিপের ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। এসব তথ্য যাচাই করে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বেশ কয়েকটি আসনে প্রার্থীদের মৌখিকভাবে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। যেমন:ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি), ঢাকা-৮: মির্জা আব্বাস (স্থায়ী কমিটির সদস্য),...