আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে বডিওর্ন ক্যামেরা তোফাজ্জল হোসাইন কামাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের যে উদ্যোগ নিয়েছে সরকার, তার বাস্তবায়ন হবে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে। তারাই এ ক্যামেরা ইউনিফর্মের সঙ্গে ব্যবহার করবেন। ক্যামেরা পরিচালনার জন্য তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যাতে করে নির্বাচনের দিন সকল প্রকার চিত্র তারা ওই ক্যামেরায় ধারণ করতে পারেন, কেন্দ্রে পাঠাতে পারেন। এ কাজগুলো করার জন্যই ৫২০ জন মাস্টার ট্রেইনার তৈরি করেছে পুলিশ সদর দফতর। পুলিশ টেলিকম ইউনিট এই প্রশিক্ষণ দিয়েছে। এখন মাস্টার ট্রেইনারগণ সারাদেশে পুলিশ ট্রেনিং সেন্টারসহ ১৩০টি ভেন্যুতে দেড়লাখ পুলিশ সদস্যকে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নানা দিক প্রশিক্ষণ দেবেন। তফশিল ঘোষণার আগেই এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।...