বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি, এমএসসি, ইউএনবিএম (অব.) সোমবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কর্নেল হারুনুর রশিদ খান বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেয়, তাহলে আমি আশা করছি এলাকাবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।” মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংবাদিক রেজাউল ইসলাম টিটু প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। উল্লেখ্য, কর্নেল (অব.) হারুনুর রশিদ খান মরহুম ব্যারিস্টার আলহাজ্ব...