গাইবান্ধায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার গভীর রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানিয়েছেন। মৃত আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গোবিন্দগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, আবু বক্কর দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ‘মিথ্যা’ রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়। কারাগারে নেওয়ার পর তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি এবং সেখানে ‘নির্যাতন’ চালানো হয়। এ কারণেই তার মৃত্যু হয়েছে। গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান...