ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্যাট-বলের লড়াই ছাড়াও মাঠের বাইরের উত্তেজনা। এশিয়া কাপ সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইতেও হলো তাই। তবে এবার আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।ম্যাচ চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে ভারতীয় দর্শকদের উসকানিতে সাড়া দেন তিনি। গ্যালারির দিকে তাকিয়ে আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত দিয়ে যুদ্ধবিমান উড়ে গিয়ে ভেঙে পড়ার ভঙ্গি করেন। তার এই ইঙ্গিত যে পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অভিযানের সঙ্গে সম্পর্কিত, তা স্পষ্ট হয়ে যায়।উল্লেখ্য, গত মে মাসে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল বলে জানানো হয়। হারিস রউফের এই ইঙ্গিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানি সমর্থকরা একে সাহসী পদক্ষেপ হিসেবে দেখলেও, ভারতীয় সমর্থকরা তীব্র সমালোচনা করেছেন।তবে মাঠের লড়াইয়ে জয় পায় ভারত। পাকিস্তানের ১৭১...