২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম পুঁজি সমস্যায় ভুগতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে রেলওয়ে স্টেশনের পাশের দোকানী মো. আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রি করা খাবার তৈরির জন্য দুই দিনের পণ্য তুলে দেওয়া হয়। 'প্রজেক্ট সাবলম্বী' নামে প্রকল্পের আওতায় আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোকানীকে এসব পণ্য দেওয়া হয়। পণ্যের মধ্যে ছিলো, তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুট ইত্যাদি। দোকানী আমীর হোসেন বুট, বড়া, চপ ইত্যাদি বিক্রি করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি আখাউড়ার আহবায়ক জমসিদ ভূঁইয়া, এনসিপি নেতা রতন মিয়া, তারা মিয়া, গণ অধিকার পরিষদের জেলা নেতা মো. ইসমাইল।হোসেন, কসবা ছাত্র অধিকার পরিষদের...