বিশ্ব ইতিহাসে খুব কম দেশেই এমন দৃষ্টান্ত দেখা যায়, যেখানে একটি প্রজন্ম বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন তেমনই এক বিরল অধ্যায়। এই আন্দোলন কেবল একটি প্রশাসনিক নীতি সংশোধনের দাবিতে সীমাবদ্ধ ছিল না, বরং তা ধীরে ধীরে রূপ নেয় শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার দীর্ঘ মেয়াদের সরকার শেষপর্যন্ত পদত্যাগে বাধ্য হয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগ করতে হয় তাকে। এই দিনটি শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, গোটা উপমহাদেশের ইতিহাসেও এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এক গণঅভ্যুত্থান প্রমাণ করে দেয়Ñযদি কোনো প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ায়, তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকেও আত্মসমর্পণ করতে হয়। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে। দীর্ঘদিন ধরে সরকারি...