কুষ্টিয়ার মিরপুর বাজারে (ঈগল চত্বর) সড়ক ও জনপথের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে “এইচ সি শপিং কমপ্লেক্স” নামের একটি বহুতল ভবন। অভিযোগ পাওয়া গেছে, নির্মাণাধীন ভবনের প্রথম তলা প্রায় সম্পন্ন, অথচ মিরপুর পৌরসভার অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ চলছে। স্থানীয় সূত্র জানায়, সেবা ওষুধালয়ের স্বত্বাধিকারী জিয়ানুল হক খান বাবলু চৌধুরী ক্ষমতার জোরে ভবনটির কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে নির্মাণাধীন প্রায় ২২ কোটি টাকার ব্রিজের এপ্রোস রোডের কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া জনসাধারণের চলাচল ও বাজারের ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রমেও বড় ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল ইসলাম সরেজমিনে যান। এ সময় নির্মাণাধীন ভবনের মালিক বাবলু চৌধুরী জানান, “এটি আমার দলিলভুক্ত সম্পত্তি, তাই ভবন নির্মাণ করছি।”ইউএনও নাজমুল ইসলাম...