জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচি অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচি অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এসময় শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকেই নিগৃহীত, নিষ্পেষিত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য বাংলাদেশ ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজকে থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে। জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সকল সমস্যা দূর করার...