বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু সংক্রমণ গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মৃত্যু বেড়েছে ৪৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জন মারা গেছেন, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১২৫ জন। চলতি বছর এ পর্যন্ত ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ২৩ হাজার ১০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু রোববারেই (২১ সেপ্টেম্বর) ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে, কেবল সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৫৭ জন, যা আগস্ট (৩৯ জন) ও জুলাই মাসের (৪১ জন) চেয়ে বেশি। ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ানোর মাধ্যমে ছড়ায়। সাধারণত, বর্ষাকালে মশার প্রজনন অনুকূল...