অসমের প্রাণময় ব্রহ্মপুত্র নদীর স্রোতের মাঝে মিশে যেতে চেয়েছিলেন জুবিন গর্গ । জীবদ্দশায় তিনি স্বপ্ন দেখেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর প্রিয় নদীর জলে মিলিয়ে যায় তাঁর শেষ বিদায়, যেন নদীর প্রতিটি তরঙ্গ হয়ে ওঠে তাঁর সুরের এক অমর স্মৃতি। এরই মধ্যে সামনে এসেছে জুবিনের শেষ ইচ্ছা। চলতি বছরের জানুয়ারিতেই তিনি বলেছিলেন, শেষ বিদায় যেন হয় জলের সঙ্গেই। গুয়াহাটির ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ ছিল তাঁর প্রিয় জায়গা। এক সাক্ষাৎকারে জুবিন বলেছিলেন, ‘এই জায়গাটা পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে একটি। আমি এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই।’ তাঁর আরও ইচ্ছা ছিল—মৃত্যুর পর যেন মরদেহ ভাসিয়ে দেওয়া হয় ব্রহ্মপুত্র নদে। গত শুক্রবার সিঙ্গাপুরে ঘটে দুর্ঘটনাটি। দুই দিন পর কফিনবন্দি হয়ে মরদেহ ফেরে গুয়াহাটিতে। স্ত্রী গরিমা, পরিবার ও রাজ্য সরকারের কর্মকর্তারা ছিলেন বিমানবন্দরে। প্রথমে...