২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি দলেও ছিলেন না বহুদিন। কিন্তু অবসর ভেঙে আবারও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন ডি কক। জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতেও। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই আছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলবেন তিনি। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ডি কক সর্বশেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। ব্রিজটাউনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ছিল তার শেষ ম্যাচ। টি-টোয়েন্টি থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ডি কক। কিন্তু দলে দেখা যায়নি। জাতীয় দল নিয়ে ডি ককের ভবিষ্যৎ ভাবনা জানা না থাকায় সেই সময়ের প্রোটিয়া কোচ রব ওয়াল্টার কী করবেন, বুঝতে পারেননি। এর মধ্যে ডি কক বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন,...