ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য ধরে ইতোমধ্যেই অধিকাংশ দল শুরু করেছে ব্যাপক প্রস্তুতি। তবে এবারের নির্বাচনী মাঠে বিশেষ নজর কাড়ছে ইসলামি দলগুলোর সক্রিয় ভূমিকা। প্রচারণা, প্রার্থী বাছাই ও সম্ভাব্য জোটের হিসাব-নিকাশে তাদেরকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সরব হয়ে উঠতে দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই বিপ্লবে ইসলামপন্থিদের অভূতপূর্ব অংশগ্রহণের প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। আগামী নির্বাচনে এর প্রতিফলন জাতি প্রত্যক্ষ করবে বলে তাদের ধারণা। জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি প্রায় ১৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রার্থী তালিকায় অভিজ্ঞ ও শীর্ষ নেতৃত্বের পাশাপাশি রয়েছেন একঝাঁক তরুণ আলেম; যারা ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সূত্র...