অভিযান পরিচালনাকালে মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো. নাজমুল হক) নামের প্রতিষ্ঠানে সরকারি টিএসপি সার কেজি প্রতি ২১ টাকার পরিবর্তে ৫০ টাকা, ইউরিয়া ২৭ টাকার পরিবর্তে ৩৬ টাকা এবং এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো অনুমোদিত লাইসেন্সও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানের কাছে সরকারি সার বিক্রি করায় ডিলার মেসার্স রুহুল আমিন ভুঁইয়ার (প্রো. রুহুল আমিন ভুঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারীরা...