মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) সিটি মেয়র কার্যালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির। এর আগে শহরের পূর্বাঞ্চলীয় ইজতাপালাপা জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রাকটি প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি বহন করছিল, ট্রাক বিস্ফোরণে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রাকের ট্যাঙ্ক ফেটে যায়, যার ফলে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়।...