টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ট্রাব অ্যাওয়ার্ড পেলেন দীপ্ত টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক বকুলপুর” এর তিন ক্যাটাগরির তিনজন। সেরা পরিচালক হিসেবে পেয়েছেন কায়সার আহমেদ, অভিনেত্রী হিসেবে ফারজানা ছবি এবং বকুলপুর ধারাবাহিক নাটকের টাইটেল গানের জন্য সেরা গীতিকার অ্যাওয়ার্ড পেলেন আশিক বন্ধু। গতকাল ২১ সেপ্টেম্বর সন্ধায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব ওসমান গনি চৌধুরী, ট্রাব এর সভাপতি কাদের মনসুর, ট্রাব এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। Your email address will not be published.Required fields are marked* টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ট্রাব অ্যাওয়ার্ড...