ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে বহু দশক ধরে -এএফপি দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের দখল ও সহিংসতা বেড়েই চলেছে। এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। বিশেষজ্ঞদের মতে, এটি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করছে। সম্প্রতি পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ১৩ বছর বয়সী ইসলাম মাজরমেহ। বিবিসিকে তাঁর বাবা আবদেল আজিজ বলেন, ‘তারা কেন শিশুদের গুলি করল? আমি তো তার পাশেই দাঁড়িয়েছিলাম। আমাকে গুলি করতে পারত।’ ঘটনাস্থলেই সেনাদের নির্দেশে তিনি ছেলেকে টেনে পাশে সরালেও তখনও বুঝতে পারেননি যে, তাঁর সন্তান মারা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সামরিক এলাকায় সন্দেহভাজনদের হুমকি ঠেকাতেই গুলি চালানো হয়েছিল। তবে ওই কিশোরের পক্ষ থেকে কোনো হুমকি থাকার বিষয়...