চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় গন্ডামারায় দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট এস এস পাওয়ার প্ল্যান্টের পাশে বঙ্গোপসাগরের জেগে উঠা চর এবং ঝাউবাগানের মাটি কাটা ও জমি ভরাট করা অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ওমর সানী আকনের নেতৃত্বে একদল প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মাটি কাটার জন্য রাখা চারটি স্কেভেটর জব্দ করে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন এবং মাটিকাটা নিষিদ্ধ করেন। বাঁশখালীর বৃহৎ লবণ উৎপাদনকারি সমবায় সমিতি গন্ডামারার নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শুনতেছি কয়লা বিদ্যুতের জেটি করার জন্য বালু উত্তোলন করে মাটি কেটে বাঁধ তৈরি করা হচ্ছে। এখানে মাটি ও বালু উত্তোলনের বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা বলেন,চেয়ারম্যান আমাদের জানায়...