ফেব্রুয়ারিতেঁ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মুগ্ধ-আবু সাঈদরা দেশে যে গণতন্ত্র এনে দিয়েছে শেখ হাসিনা দিল্লিতে বসে তা শেষ করে দেওয়ার চেষ্টা করছে। হাসিনার প্রেত্মাতারা এখনও সচিবালয়ে বসে আছে। তাই গণতন্ত্র ফোরামের দাবি হবে- আগামী বছরে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন সেই প্রেত্মাতাদের সম্পৃক্ত করা যাবে না। নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি জীবন-ভর লড়াই করেছে গণতন্ত্রের...