গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মুকসুদপুর থানার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানা মিলনায়তনে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র মন্ডল। এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সার্কেল এসপি মো. আব্দুল বাছেদ বলেন, “মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৯৮টি পূজামণ্ডপে...