২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম হালদা রক্ষায় সবার সম্মিলিত প্রচেস্টা প্রয়োজন কেবল প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা হালদা রক্ষা সম্ভব নয়। হালদা নদীকে সরকারের নজরে এনে দিয়েছেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তাই এই হালদা নদী রক্ষা করার দায় দায়িত্ব আমরা সকলের। হালদা নদীর পাহাড়ি ঢলে যেমন মা মাছের ডিম ছাড়ে তেমনি উজান থেকে নেমে আসা পানি তথা পাহাড়ি ঢলের সাথে হালদায় বালি নামে। বালু ভরাটের কারণে হালদা তার নাব্যতা হারাচ্ছে তাই ম্যানুয়ালি বালু উত্তোলন করা জরুরী হয়ে পড়েছে। ডলফিন কিংবা মা মাছের মৃত্যু ঘটলে কারণ নির্ণয়ে হালদার নিজস্ব ল্যাব দরকার। হালদাকে দূষণমুক্ত করতে হালদা সংলগ্ন সকল কারখানা ইটিপির আওতায় আনতে হবে। শাখা খালগুলো খননের ব্যবস্থা নেয়ার পাশাপাশি খালের বিভিন্ন অংশে দেয়া প্রতিবন্ধকতা...