ইউরোপীয়ান ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার, ফ্রান্স ফুটবলের সম্মাননা ২০২৫ ব্যালন ডি’অর অনুষ্ঠানের যজ্ঞ বসবে রাতে। পুরস্কারের দৌড়ে যে নামগুলো ঘুরছে, ফ্রেঞ্চ তারকা ওসমানে ডেম্বেলে, স্পেনিয়ার্ড লামিন ইয়ামাল, মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ ও আরেক ফ্রেঞ্চম্যান কাইলিয়ান এমবাপের নাম। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ছেলেদের মধ্যে ওসমানে ডেম্বলে গত মৌসুমে পিএসজির হয়ে জিতেছেন ইউরোপিয়ান ট্রেবল। সঙ্গে আছে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট। লামিন ইয়ামাল বার্সার হয়ে গত মৌসুমে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে জিতেছেন ঘরোয়া ডাবল। ২১ বছর পূর্ণ হওয়ার আগে এখনও কেউ জেতেনি ট্রফিটি। ইয়ামাল পেলে হবেন প্রথম। পিএসজি মিডফিল্ডার ভিতিনহা ৮টি করে গোল-অ্যাসিস্ট নিয়ে আছেন পুরস্কারের দৌড়ে। বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা গত মৌসুমে করেছেন ৩৯ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন, লিভারপুল তারকা সালাহ গত মৌসুমে করেছেন ৩৬...