অস্ট্রেলিয়ায় সংগীত সফরে থাকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান মেলবোর্ন কনসার্টে ভক্তদের উদ্দেশে চমকপ্রদ বক্তব্য দিয়েছেন। ২০ সেপ্টেম্বরের এই কনসার্টের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিতে শোনা যায়। হলভর্তি দর্শকের উদ্দেশে তাহসানকে কিছুটা মজারছলেই বলতে শোনা যায়,“সারা জীবন কি এরকম স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা যাবে! দাঁড়ি দেখছেন! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি স্টেজে দাঁড়িয়ে এরকম (হাত প্রসারিত করার ভঙ্গি) ‘দূরে তুমি দাঁড়িয়ে…’ করি, এটা কেমন হয়!” তিনি জানান, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন এবং এখন আর কোনো প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে না। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন,“অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। কিন্তু এমন নয়। এটা লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। তবে আস্তে আস্তে হয়তো...