দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার মাহিলাড়ায় সোমবার,(২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময়ে লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোন যাত্রী হতা হতের ঘটনা ঘটেনি। বাসযাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় লাবিবা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের (৩৬)কে চাপা...