নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, আর প্রায় ৫০টি আসনের প্রার্থী যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক জায়গায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছেন এবং মনোনয়নপ্রাপ্ত নেতাদের পক্ষে কাজ করার তাগিদ দিচ্ছেন। দলীয় নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বরিশাল-৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের আলাপচারিতার খবর পাওয়া গেছে। সেখানে সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ কয়েকজন প্রার্থী রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ জানান,...